বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আজ (রোববার) ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ ফেব্রুয়ারি কালো দিবস, ১৭ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ৩০ মার্চ স্বৈরাচার দিবস পালন।
আজ (রোববার) সকালে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যৌথসভা শেষে ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে এ ধরনের কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “বন্দুকের নলে জন্ম নেয়া বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। দলটি কখনোই গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। বিএনপি চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।”
আশরাফ বলেন, “বিএনপি ১৯৯৬ সালে ভোটারবিহীন একদলীয় নির্বাচন করেছিল। সে দিন তারা সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী মোতায়েন করেছিল। তাই সবার অংশ গ্রহণে নির্বাচন ও গণতন্ত্রের কথা বিএনপির মুখে শোভা পায় না।”
এ সময় বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘নিজে অন্ধ হলেই যে সারা বিশ্ব অন্ধকারে রয়েছে সেটা ভাবা ঠিক নয়। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেয়া হয় না উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, এটা যদি ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে, তাহলে তা জাতির জন্য দুঃখজনক।
এর আগে বৈঠকের শুরুতে গতকাল শুক্রবার নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিটি নীরবতা পালন করা হয়।স্টেটনিউজবিডি.কম
shadhin-news
বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২
ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)